মীরার নতুন প্ল্যান! আর্যকে প্রপোজ করল মীরা, ভেঙে যাবে আর্য-অপুর সম্পর্ক? ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন মোড়

চিরদিনই তুমি যে আমার

এই মুহূর্তে জি-বাংলার অন্যতম চর্চিত জনপ্রিয় মেগা ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। ইতিমধ্যে আর্য আর অপুর রসায়ন অসংখ্য মানুষের মন জিতে নিয়েছে। এই ধারাবাহিক দেখার জন্য সন্ধ্যা সাড়ে ছটায় টিভির পর্দায় মুখিয়ে থাকেন দর্শক।

তবে এবার কি আর্য আর অপর্ণার মিষ্টি সম্পর্ক গড়ার আগেই ভাঙতে বসেছে? ধারাবাহিকে দেখানো হচ্ছে আর্য উপর অভিমান করে দূরে সরে রয়েছে অপর্ণা। আর্য তার মান ভাঙাতে মরিয়া। তাই সে ঠিক করে অপর্ণাকে তার মনের কথা জানিয়ে দেবে আর তার জন্যই অপর্ণাকে ডিনার ডেটে আমন্ত্রণ জানায়।

এদিকে অপর্ণাকে কিছুতেই আর্যের জীবনে আসতে দেবে না মীরা। তাই এবার তার নতুন পরিকল্পনা। ডিনার ডেটের খবর পেয়ে সেখানে ফুল নিয়ে আর্যকে প্রপোজ করতে পৌঁছে যায় মীরা। পুরোটাই প্ল্যান মাফিক। এদিকে মীরার প্রেম প্রস্তাবে অবাক হয়ে যায় আর্য। ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি হয় অপর্ণার। মীরার মুখে “আর্য আই লাভ ইউ’ শুনে চমকে ওঠে সে। তাহলে আবার কাছে এসে দূরে সরে যাবে অপর্ণা? আর্যকে ভুল বুঝবে সে? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।