জি-বাংলার ধারাবাহিকের মধ্যে চর্চিত একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকে নীল-মেঘ এবং ময়ূরীর জীবনের কাহিনী দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকেরা।
মুখ্য চরিত্রের পাশাপাশি কয়েকটি পার্শ্বচরিত্রে নিয়েও চর্চা হয়ে থাকে দর্শকের মধ্যে। যেমন মধুমিতা চরিত্রটি। যিনি মেঘ এবং ময়ূরীর মার চরিত্রে অভিনয় করছেন। যিনি এতদিন ধরে ময়ূরীর সব অন্যায়কে সমর্থন করে এসেছে। তার নিজের এক মেয়ে আরেক মেয়ের ঘর ভাঙছে তা বুঝতে পেরেও কখনো প্রতিবাদ করেননি বরং অন্ধের মতো ময়ূরীর কাজকে সাপোর্ট করে গিয়েছেন। একজন মায়েই পারেন তার মেয়েকে ভালো শিক্ষা দিতে। মেঘকে ভালো শিক্ষা দিলেও ময়ূরীকে তিনি শিক্ষা দিতে পারেননি। আর তার জন্যই দুই মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে।
ধারাবাহিকে সাম্প্রতিকতম দৃশ্য দেখানো হয়েছে। মেঘ নীলকে নির্দোষ প্রমাণ করে পুলিশের সামনে। আর বোনের কাছে হেরে গিয়ে রীতিমতো পাগলামি করছে ময়ূরী। মধুমিতা বাড়ি ফিরে ময়ূরীকে বোঝানোর চেষ্টা করলেও সে বোঝে না। বরং বোনের ক্ষতি করার জন্য মায়ের সামনে হাসতে থাকে। মধুবালা বুঝতে পারে তার মেয়ে আর মানুষের মতো ভাবছে না, এবার শয়তানের মতো করে ভাবছে। কোনভাবেই আর ময়ূরীকে মা হয়েও সৎ পথে আনতে পারছে না মধুবালা। মেয়ের জন্য এখন শুধুই আফসোস করছে ময়ূরীর মা।