রুপোলী পর্দা, টেলিভিশন জগতে তার অবাধ যাতায়াত। কয়েক দশক ধরে বাঙালি দর্শকদের মন জয় করে আসছেন তিনি। কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে। এই প্রথম বার ওয়েব সিরিজে পা রাখলেন। খুব শীঘ্রই মুক্তি পাবে তার অভিনীত ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’। দেবশ্রী রায়ের নতুন প্রোজেক্ট আর তা নিয়ে কথা হবে না সেটা আবার হয় নাকি।
রুপোলী পর্দা থেক নিজেকে সরিয়ে রাখলেও ছোটপর্দায় যখন সর্বজয়া নিয়ে এসেছিলেন তখনও তাকে নিয়ে হৈচৈ নেহাত কম হয়নি। ফের আবার তার অভিনীত ওয়েব সিরিজ রয়েছে চর্চায়। যদিও এখনও মুক্তির অপেক্ষায়।
নিজের ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’ নিয়ে আলোচনায় আনন্দ বাজার অনলাইনের সাক্ষাৎকারে কিছু বাস্তব সত্য তুলে ধরলেন অভিনেত্রী।
একসময় তার অভিনীত ‘উনিশে এপ্রিল’ এনেছিল জাতীয় পুরস্কার। এই সিনেমার হাত ধরেই সিনেমা ২০ বছর পর প্রেক্ষাগৃহের হাল ফেরে। এমনকি তাপস পালের বিপরীতে ‘দাদার কীর্তি’ সিনেমা নিয়ে আজও চর্চা হয়ে থাকে। বাংলা চলচ্চিত্র জগতকে তিনি একসময় অনেক দিয়েছেন কিন্তু আজ সেই রুপোলী পর্দাতেই তাকে দেখা যায় না।
এদিকে বলিউডে তার বোনঝি রানী মুখার্জি একাধিক নারী কেন্দ্রিক সিনেমা করেও আজও প্রশংসিত। তাহলে টলিউডে কোনও নারী কেন্দ্রিক সিনেমায় দেবশ্রী রায় নেই কেন? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘কেউ ভাবছেন কই? টলিউডে দেবশ্রী রায়কে নিয়ে কেউ ভাবেন? কেউ ভাবছেন না!’
আনন্দ বাজার অনলাইনের তরফ থেকে অভিনেত্রী দেবশ্রী রায়ের কাছে প্রশ্ন রাখা হয়, ‘দেবশ্রী রায় হয়ে ওঠার লড়াইটা তা হলে বেশ কঠিন ছিল?’ উত্তরে আক্ষেপের সুরে অভিনেত্রী জানান, তাতে আর কী হল? দেবশ্রী রায় কি পদ্মশ্রী পেয়েছেন? না পাননি। এখান থেকে আমি অন্য কোনও সেরার সম্মানও পাইনি। জাতীয় পুরস্কারজয়ী এবং আন্তর্জাতিক পরিচিতি পাওয়া দেবশ্রী রায়কে হয়তো ওগুলো দেওয়া যায় না। মাঝে মাঝে মনে হয়, আমি মরাঠি, কিন্তু জন্মেছি আর বড় হয়েছি কলকাতায়! আমার মনে হয়, আমি যোগ্য নই তাই হয়তো পাইনি।’
সূত্রঃ anandabazar . com