
২০১১ সাল থেকে টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেতা সুমন দে। যিনি এই মুহূর্তে মিঠিঝোরা ধারাবাহিকে অনির্বাণ চরিত্রে অভিনয় করছেন। তবে ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেছে, কিছুদিন পর পর্দা থেকে বিদায় নেবে এই ধারাবাহিক।
মিঠিঝোরায় অনির্বাণ চরিত্রে দারুণ খ্যাতি পেয়েছেন সুমন। এর আগে ‘করুণাময়ী রানী রাসমণি’ থেকে ‘বধূবরণ’, ‘নকশিকাঁথা’, ‘ক্ষীরের পুতুল’, ‘তুমিই যে আমার মা’ র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
নিজের অভিনয়ের জন্যই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন সুমন। তবে আজকাল সিরিয়ালের অভিনেতারা কাজ করছেন বড়পর্দা আর সিরিজে। যথেষ্ট ভালো অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও সিনেমা, সিরিজে ডাক পান না কেন সুমন?
সম্প্রতি ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপের সুরে অভিনেতা জানান, হয়ত আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। তবে সিরিজের জন্য ডাক এসেছিল। কিন্তু সিরিয়ালে ব্যস্ত থাকার দরুণ আমি চরিত্রটা করতে পারিনি। তবে, ভালো চরিত্রের অপেক্ষায় আছি আমি।”
প্রসঙ্গত, ‘শুধু যাওয়া আসা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, বিশ্বনাথ দত্ত, কাঞ্চন মল্লিকে মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন সুমন তবে আক্ষেপ সেই ছবি সেভাবে সাড়া ফেলেনি পর্দায়। এরপর আর কখনো তাকে দেখা যায়নি বড়পর্দায়।