রাজনীতির ময়দানে পা রাখতে না রাখতেই মানুষের ভোটে হুগলী জেলার জনপ্রতিনিধি হয়েছেন সকলের প্রিয় দিদি নম্বর ওয়ান ওরফে রচনা বন্দ্যোপাধ্যায়। জনপ্রতিনিধির দায়িত্ব পালনে টানা কয়েকমাস বেশ কাজে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে এবার দুর্গাপুজোয় কি প্ল্যান করলেন রচনা?
সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন এবারের দুর্গাপুজোর সময়টা তিনি শুধু বিশ্রাম করেই কাটাবেন।
রচনার কথায়, ‘আমি যে খুব একটা প্যান্ডেল হপিং করি সেটা নয়। আগে তাও একটু সময় পেলে প্যান্ডেলে গিয়ে বসতাম, আড্ডা দিতাম। এবার খালি বিশ্রাম আর ঘুম। আমার কাছে আমার জেলা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি জনপ্রতিনিধি, এটা নতুন। তবে জীবনে যে অনেক বদল এসেছে সেটা নয়। কিন্তু এখন মানুষের কথা ভাবতে হচ্ছে। পুজোর আগে আমার জন্মদিনের সময়টা একটু ভিয়েতনাম যাচ্ছি। পুজোর আগেই চলে আসব। ষষ্ঠীর দিন হুগলি যাব। বিজয়া দশমীর দিন ওখানে বিজয়া করতে যাব। বাকি দিন বাড়িতেই থাকব। আবাসনে পুজো হয় ওখানে ভোগ খেতে যাব। সিরিজ সিনেমা যেগুলো পেন্ডিং আছে ওগুলো দেখব।’
অভিনেত্রী আরও বলেন, ‘চারিদিকে যে খারাপ আবহাওয়া চলছে সেটা যেন দূর হয়ে যায়। মানুষের সুবুদ্ধি যেন ফিরে আসে। ভালো কথা বলে, গালাগালি কম দেয়। একে অন্যের জন্য ভালো চিন্তা করে। সবাই ভালো থাকুক।’