বহুদিন পর ফের আরও একবার ছোটপর্দায় মৌ ওরফে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার

অভিনেত্রী স্বীকৃতি মজুমদার

ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন স্বীকৃতি মজুমদার। একসময় ছোটপর্দায় যে ‘খেলাঘর’ বেঁধেছিলেন তার হাত ধরেই প্রথম জনপ্রিয়তা লাভ। এরপর মেয়েবেলা ধারাবাহিকে হাত ধরে সকলের প্রিয় মৌ হয়ে উঠেছিলেন তিনি।

এরপর ‘আলোর কোলে’ গ্ল্যামারের হাতছানি।  মাঝে ‘আনন্দী’ ধারাবাহিকে একটি এপিসোডে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়।

শুধু ধারাবাহিকই নয়, ওটিটি দুনিয়ায়ও তিনি নিজের জায়গা পাকা করেছেন। সম্প্রতি বড়পর্দায় অভিষেক হতে চলেছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এভাবেই স্বীকৃতি নিজের পরিচিতি তৈরি করেছেন।

তবে আবারও তাকে একবার ছোটপর্দায় দেখা যাবে। কোনও সিরিয়ালে নয়, সান বাংলায় ‘বাংলার সবচেয়ে বড় প্রেমের উৎসব’ এ হাজির থাকবেন স্বীকৃতি। সেই পর্ব আজই সম্প্রচার হবে পর্দায়। নিজেই সেই খবর শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।