ভাঙল ১৬ বছরের বৈবাহিক সম্পর্ক! দাম্পত্য জীবনে ইতি টানলেন এই জনপ্রিয় জুটি

শ্রীনন্দা শঙ্কর

টলিপাড়ায় আবারও বিচ্ছেদের খবর। টিকলো না বিয়ে, ভেঙ্গে গেল ১৬ বছরের সম্পর্ক। দীর্ঘদিনের প্রেমিক গেভ সাতারাওয়ালাকে ২০০৯ সালে বিয়ে করেছিলেন তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা শঙ্কর। পার্সি স্বামীর সঙ্গে মুম্বইয়ে ঘর বেঁধেছিলেন তনুশ্রী শঙ্কর কন্যা। এবার নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সত্যি সামনে আনলেন শ্রীনন্দা।

২০২৫ শেষ হওয়ার আগেই শ্রীনন্দা নিজের বিচ্ছেদের খবর জানালেন সোশ্যাল মিডিয়া পোস্টে। শ্রীনন্দা এদিন জানান, ‘আমি আর জেভ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছি। হয়ত আপনারা অনেকেই আঁচ করেছিলেন। তবে আমাদের এটা প্রকাশ্যে আনবার আগে কিছু সময়ের দরকার ছিল। জীবন অনিশ্চিত, আমাদের সব অনিশ্চয়তাকেই গ্রহণ করতে হয় সাদরে।’

শ্রীনন্দা আরও লেখেন, এই সিদ্ধান্ত আমাদের দুজনকে শান্তি দিয়েছে। এই নিয়ে অনেক মন্তব্য শুনবেন, অনেকে কথা বলবে তবে আমার বা আমাদের মায়ের তরফে কোনও প্রতিক্রিয়া (সংবাদমাধ্যমে) আশা করবেন না। আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। এবং এই ব্যাপারে কোনওরকম যোগাযোগ করবেন না।’

সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের ঘোষণা করলেও প্রাক্তন স্বামীর সঙ্গে নিজের পুরোনো ছবি বা ভিডিয়ো ডিলিট করেননি শ্রীনন্দা।

শ্রীনন্দা শঙ্কর

 

View this post on Instagram

 

A post shared by Sreenanda Shankar (@sreenandashankar)

 

View this post on Instagram

 

A post shared by Sreenanda Shankar (@sreenandashankar)