বাংলা টেলিভিশনের একটি নতুন ধারাবাহিক হল ‘কুসুম’। জি-বাংলার এই ধারাবাহিক অল্প সময়ের মধ্যে ভালো প্রশংসা পাচ্ছে দর্শকমহলে। ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানিষ্কা তিওয়ারি। এই প্রথমবার বাংলা সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছেন।
এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও পার্শ্ব চরিত্রে অথবা ভিলেন চরিত্রে অভিনয় করছেন তানিষ্কা। কে আপন কে পর, ফেলনা, গোধূলি আলাপের মতো একাধিকে কাজ করেছেন।
তবে নায়িকা হয়েই দর্শকমহলে পরিচিতি লাভ করছেন তানিষ্কা। নায়িকা চরিত্রে অভিনয় করে স্বপ্নপূরণ অভিনেত্রীর। এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে ছোটপর্দার কুসুম বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারি না। যেদিন প্রথম ধারাবাহিকের এত বড় হোর্ডিং পড়েছিল সারা শহর জুড়ে, বাবার এক বন্ধু ছবি তুলে পাঠিয়েছিলেন।’
অভিনেত্রী আরও বলেন, “বাবার ইচ্ছে ছিল মেয়ে সেনাবাহিনীতে যোগ দিক। কিন্তু আমার ইচ্ছে ছিল অভিনয়। ওঁরা আমার উপর কখনও কিছু চাপিয়ে দেননি। ছোট থেকে যেখানেই অভিনয়ের জন্য যেতে হয়েছে মা সঙ্গে যেতেন। বাবার অফিস ছুটি থাকলে বাবাও আমাদের নিয়ে যান।”
নায়িকা হয়ে অল্প সময়ে দর্শকের এত ভালোবাসা প্রসঙ্গে অভিনেত্রী জানান, “আশা নিয়েই তো শুরু করেছিলাম। কিন্তু শুরুতে অনেকেই বলেছিলেন, আমাকে নায়িকার ভূমিকায় মানায় না। আমাকে বদলে দেওয়ারও দাবি করেছিলেন কেউ-কেউ। কিন্তু ক্রমে দর্শকরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন। আমার বাবা-মা আমায় নিয়ে গর্বিত। আমি নিজেও নেতিবাচক মন্তব্যে ভেঙে পড়ি না। আশা করি আগামীতেও দর্শকের ভালোবাসা নিয়েই এগোতে পারব।”
সূত্রঃ https://eisamay . com/entertainment/people-said-i-am-suitable-for-lead-role-says-actress-tanishka/200401148.cms