যারা বাংলা সিরিয়াল দেখেন তারা হয়তো অভিনেত্রী প্রিয়া মন্ডলকে চেনেন। একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে কালার্স বাংলায় ‘তুমি যে আমার মা’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন।
‘বরণ’ ধারাবাহিকে নায়রা চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন প্রিয়া। ইন্ডাস্ট্রিতে রয়েছেন বহু বছর ধরে তবে এত বছরে এই প্রথম তিনি মুখ্য চরিত্রে সুযোগ পেয়েছেন। ১০ বছর কঠোর পরিশ্রমে লিড রোলে আসতে পেরেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে ‘জোস টক’-এর এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবনের কিছু বাস্তব কথা তুলে ধরেন।
প্রিয়া জানান, “Law নিয়ে পড়াশুনো করতে করতেই তিনি অভিনয়ের সুযোগ পান। তাদের গ্ল্যামার দুনিয়ায় কাজ করার কথা ভাবতে দেওয়া হত না। ছোট থেকে শুনতে হয়েছে পড়াশুনো শেষ করে হয় চাকরি নয়তো বিয়ে করে সংসার করার কথা। কিন্তু অভিনেত্রী নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। তবে তিনি চাননি অশিক্ষিত হতে। তাই অভিনয়ের সাথে সাথে পড়াশুনো চালিয়ে যান।”
অভিনেত্রী আরও জানান, “অভিনয় করতে আসার পর অনেক কটাক্ষের মুখে পড়তে হয়। তাকে শুনতে হয়েছিল কাকে ধরে এনেছো অভিনয় পারে না। যেখান থেকে পারো ধরে নিয়ে চলে আসো।” তিনি আরও যোগ করেন, “অনেকেই বলেছিল এর দ্বারা হবে না গ্ল্যামার ওয়ার্ল্ড তোমার জন্য নয়।” তবে অভিনেত্রীর মধ্যে তাদের ভুল প্রমাণ করার প্রবল জেদ ছিল তার। ধৈর্য নিয়ে আরও চর্চা করেন অভিনয় নিয়ে এবং মানুষের ভালোবাসা পান। ১০ বছর পরিশ্রম করে পর্দার হিরোইন হয়ে ওঠেন।
View this post on Instagram