হাসপাতালে ভর্তি মানসীর একমাসের ছেলে, কি হয়েছে খুদের?

অভিনেত্রী মানসী সেনগুপ্ত

কিছুদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। যিনি ছোটপর্দার জনপ্রিয় মুখ। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করেছেন মৌমিতা চরিত্রে।

সন্তান জন্ম দেওয়ার পর ছেলেকে নিয়ে ফটোশুট করেছেন। এমনকি নিজের ওজন ঝরিয়ে একদম ফিট তিনি।মানসীর ছেলে গোল্লা বয়স মাত্র এক মাস। তবে আচমকাই ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হল মানসীকে।

কি হয়েছে খুদের? ‘এই সময় অনলাইন’কে মানসী জানান, ‘আসলে এই আবহাওয়া পরিবর্তনের ফলে খুব ঠান্ডা লেগে গিয়েছে। ডাক্তার দেখাচ্ছিলাম। কিন্তু কোনও লাভ হলো না। বাধ্য হয়েই গতকাল ভর্তি করাতে হয়েছে। নেবুলাইজ়ার দিতে হচ্ছে। জ্বর ছিল আগে। এখন সেটা কমলেও ঠান্ডা লাগাটা কমেনি। এত ছোট অন্য কিছু তো করাও যাবে না। তাই চিকিৎসকের পরামর্শ মতোই ভর্তি করলাম।’