টেলিভিশন থেকে সিনেমা সবেতেই চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী মানসী সিনহা। নিজের সাবলীল অভিনয়ে দর্শকের মন জিতে নিয়েছেন। তবে এখন অভিনেত্রীর জীবনে দুজন অভিভাবক। তারা হল দুই সন্তান মেঘ আর বৃষ্টি ।
ছেলে মেয়ে মিলিয়েই মায়ের খেয়াল রাখে। ১৮ বছর হওয়ার আগেই মায়ের সঙ্গে পরিচালনার দায়িত্ব নিয়ে নিয়েছেন পুত্র মেঘ।
অভিনেত্রীর মেয়ে বৃষ্টি ক্লাস ইলেভেনে পড়ে। কমার্স নিয়ে পড়াশুনো করছেন। তবে ছেলের পরিচালক এবং গেমার হওয়ার। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, ‘আমার ডিরেক্টরিয়াল টিমে ইতিমধ্যেই জয়েন করেছে মেঘ। ও এবং ওর তিন বন্ধু এখন আমার স্ট্রং সাপোর্ট। ওদের চারজনকে সবাই বলে বাচ্চা পার্টি।’
অভিনেত্রী আরও জানান, ‘ভীষণই ভালোবাসে দুই ভাইবোন একে-অপরকে। ভাইফোঁটা আর রাখিতে পায়ে হাত দিয়ে দিদিকে প্রণামও করে মেঘ। যদিও তারপরেই শুরু হয় ওদের মারামারি। ছেলে খুব সামান্য টাকা মাইনে পায়। সেখান থেকে টাকা জমিয়ে বোনকে কিছু না কিছু ঠিক কিনে দেয়।’
ছেলের চেয়ে মেয়ে অভিনেত্রীর বেশি খেয়াল রাখেন। অভিনেত্রী জানান, ‘একদিন রাতে খেতে ইচ্ছে করছে না। নিজে ভাত বেড়ে তাতে ঘি, আলু সেদ্ধ দিয়ে মেখে খাইয়ে দিল। নুন দিয়ে না মাখলেও যে এতটা স্বাদ হতে পারে কোনও খাবারে, সেটা জাস্ট ভাবতেই পারছি না। অমন খাবার আর আগে কখনও খাইনি।’