ফের অঘটন! ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক ছাড়লেন প্রধান অভিনেত্রী

কোন গোপনে মন ভেসেছে

জি-বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘কোন গোপনে মন ভেসেছে’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রণজয় বিষ্ণু। টিআরপির তালিকায় শুরু থেকেই এই মেগা হিট।

তবে ধারাবাহিক ঘিরে একটি খারাপ খবর শোনা যাচ্ছে। যারা নিয়মিত এই ধারাবাহিক দেখেন তারা জানেন ধারাবাহিকের ভিলেন অহনা চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী রোশনি ত্বন্নী ভট্টাচার্য । তবে আচমকাই এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান তিনি। ধারাবাহিকে অহনা চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।

রোশনি চলে যাওয়ার পর অহনার জায়গায় আনা হয়েছিল অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। যিনি ‘নিম ফুলের মধু’তে মৌমিতা চরিত্রে অভিনয় করছিলেন। আপাতত কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখানো হয়েছে অহনাকে জেলে পাঠিয়েছে শ্যামলী। বেশ কিছুদিন ধরে তাকে দেখানো হচ্ছে না।

এরমধ্যেই শোনা যাচ্ছে, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছেড়ে দিয়েছেন মানসী। কারণ ছয় মাসের গর্ভবতী তিনি । আর হাই রিস্ক প্রেগন্যান্সি থাকায় তাকে ডাক্তার পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ নিয়েছেন। তাই আপাতত কোনও মেগাতেই তিনি এখন ফিরছেন না।

মানসী সেনগুপ্ত

তাহলে অহনা চরিত্রটি কি পুরোপুরি গল্প থেকে বাদ দেওয়া হবে নাকি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আবার নতুন কোনও অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে এই চরিত্রে। সেটা সময় বলবে।