ছেলের ৬ মাস পূর্ণ! জাঁকজমক ভাবে ছেলের অন্নপ্রাশনের আয়োজন করলেন মানসী

অভিনেত্রী মানসী সেনগুপ্ত

চলতি বছরের ১৯ শে মার্চ দ্বিতীয় সন্তানের মা হন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। যিনি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

মেয়ের পর ছেলে হয় অভিনেত্রীর। পুত্র সন্তানের জন্ম দেওয়ার কিছুদিন পর কাজে ফেরেন অভিনেত্রী। কাজের পাশাপাশি ছোট ছেলেকে সমান তালে সামলাচ্ছেন অভিনেত্রী। দেখতে দেখতে মানসীর ছেলে ৬ বছরে পা রাখল।

ধুমধাম করে এবার ছেলের অন্নপ্রাশন পালন করলেন অভিনেত্রী। গায়ে হলুদের থেকে মুখ ভাত মায়ের আদরের ফড়িং বাবু’র সমস্ত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।

বিয়ের মতোই এলাহী আয়োজন ছিল মানসীর ছেলের অন্নপ্রাশনে। অভিনেত্রীর মতে বউ ছাড়া ছেলের বিয়ে। এদিন অনুষ্ঠানে হাজির ছিল নিম ফুলের মধু’র মহিলা সদস্যরা। বাদ যাননি পর্ণা অর্থাৎ পল্লবী শর্মাও।

 

View this post on Instagram

 

A post shared by @filmysafar2000

ধুতি-পাঞ্জাবি একেবারে বাঙালি সাজেই ছেলেকে নিজের হাতে সাজায় মানসী। ছেলের অন্নপ্রাশনে কোনও খামতি রাখেনি অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by SITI CINEMA (@siticinema)