নায়িকা হওয়ার যোগ্যতা থাকা সত্বেও ভিলেন চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন মানসী

মানসী সেনগুপ্ত

অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ছোটপর্দার একজন জনপ্রিয় মুখ। দর্শক তাকে শেষবারের মত পর্দায় দেখেছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতা চরিত্রে। চরিত্রটি নেগেটিভ। বেশিরভাগ ধারাবাহিকে তাকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায়।

‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে সুন্দরী ভিলেন পায়েল সেন চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মানসী। এছাড়াও তার ‘পিলু’ ধারাবাহিকে বিন্দি খলচরিত্রটি বেশ সাড়া ফেলেছিল।

যথেষ্ট ভালো অভিনয়ের পরেও একের পর এক ধারাবাহিকে শুধু মাত্র নেগেটিভ চরিত্রেই কেন অভিনয় করেন মানসী?

এই প্রসঙ্গে একসময় এক সাক্ষাৎকারে মানসী জানান, ‘টানা পাঁচ বছর গ্রে শেডের চরিত্র আমি অভিনয় করেছি। তাই সওয়া হয়ে গেছে। আর সত্যি বলতে ভিলেন চরিত্র করতে বেশ মজা লাগে। আমাকে দেখে লোকজন গালিগালাজ করে, মজার ট্রোল করে। সেটা একজন অভিনেত্রী হিসাবে আমার পাওয়া।’

সম্প্রতি স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘রানী ভবানী’ তে গুরুত্বপুর্ন চরিত্রে দেখা যাবে মানসীকে।