সদ্য মা হয়েছেন মানসী, প্রকাশ্যে এল সদ্যজাতর প্রথম ঝলক! অন্যদিকে ছোট ভাইয়ের কি নাম রাখল বড়দিদি?

মানসী সেনগুপ্ত

সদ্য মা হয়েছেন ‘নিমফুলের মধু’র ‘মৌমিতা’ ওরফে অভিনেত্রী মানসী সেনগুপ্ত। মেয়ের পরে পুত্র সন্তানের জন্ম দিলেন মানসী। দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে খুশির আমেজ। তার মাঝেই প্রকাশ্যে এল সদ্যজাতর প্রথম ঝলক।

ঠিক তেমনটা নয়, আসলে মানসীর ডেলিভারির দিন হাসপাতালে উপস্থিত ছিলেন তার অনস্ক্রিন শাশুড়ি সহ বন্ধু তনুশ্রী গোস্বামী। আর তনুশ্রীর করা ভিডিওতে শুরুতেই দেখা যাচ্ছে, বন্ধু তনুশ্রীর সঙ্গে কথা বলতে বলতে ওটিতে যাচ্ছে মানসী। এদিন কোন টেনশন ছাড়াই স্বাভাবিক ছন্দেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

খানিক পরেই তোয়ালে মোড়ানো সদ্যজাতের ঝলক সামনে আসে। তবে মুখ দেখা যায়নি তার। ভিডিওতে ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হয় মুখ। ভাই হওয়ার আনন্দে মানসীর প্রথম সন্তান ৮ বছরের মিষ্টি তুহু নাম রাখল ভাইয়ের। তনুশ্রীর ভিডিওতে, অনুশ্রী তুহুকে জিজ্ঞাসা করছেন তার ভাইয়ের কী নাম? উত্তরে ছোট্ট তুহু জানায়,‘আমি জানি ওর নাম ভুতু’।

মানসী সেনগুপ্ত

পাশাপাশি ভিডিওতে দেখা মিলল মানসীর স্বামীর। ডেলিভারির সময় ওটির বাইরে অপেক্ষা করতে দেখা গেল তাকে। এরআগে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় মানসীকে বিতর্কের মুখে পড়তে হলেও আজ সন্তানের মুখের দিকে চেয়ে নিজেদের মধ্যে সবটা ঠিক করে নেন মানসী।