দ্বিতীয়বার ছেলে হবার পর ফের আরও একবার সুখবর জানালেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। একদিকে অভিনয়ের কাজ অন্যদিকে পাঁচমাসের ছেলে, সবটা ব্যালেন্স করে চলতে হচ্ছে অভিনেত্রীকে। তবে অভিনয়ের পাশাপাশি এবার নতুন পেশায় মানসী।
অভিনয়ের কাজ, ভ্লগিংয়ের পাশাপাশি ছেলে-মেয়েকে সামলে এবার নিজের শাড়ির ব্র্যান্ড আনছেন মানসী। যদিও এখনও অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি অভিনেত্রী। তবে তাঁর মিনি ভ্লগে এই নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। এমনকি তার ব্র্যান্ডের প্রথম শাড়ি তিনি তুলে দিয়েছেন মায়ের হাতে।
এদিন মানসীর পোস্ট করা ভিডিওতে দেখা যায় তার বোন রাইমা সেনগুপ্তও দিদির ব্র্যান্ড থেকে মায়ের জন্য শাড়ি পুজোর উপহার হিসেবে কিনেছেন। ভিডিওর শুরুতে মানসী বলেন, ‘আমি সবার প্রথমে সকলকে একটা গুডনিউজ দিতে চাই। আমার ব্র্যান্ড আসছে। খুব শীঘ্রই লঞ্চ হবে, আমার ব্র্যান্ড দ্য সুতি বাই মানসী’।
এরপরই মানসী অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি কিন্তু মায়ের থেকেও টাকা নিয়েছি।’ তাতে অভিনেত্রীর মা বলে ওঠেন, ‘নিতেই হবে কারণ প্রথম শাড়ি। আর মা বলেও কোনও ছাড় নয়’। এরপর মানসী জানান তাঁর এই শাড়ির ব্র্যান্ডের মডেল হতে চলেছে বোন রাইমা।