‘ইন্ডিয়ান আইডল’ জেতার পরেই বিরাট সুযোগ পেলেন মানসী ঘোষ

মানসী ঘোষ

চলতি সিজেনে ইন্ডিয়ান আইডল সিজেন ১৫-এ ট্রফি জিতে ফিরেছেন কলকাতার মেয়ে মানসী ঘোষ। যাকে নিয়ে এখন গর্বিত গোটা বাঙালি। নিজের সুরেলা কণ্ঠে বরাবর দর্শকের মন জিতেছেন মানসী।

এই প্রথম কোনও বাঙালির হাতে উঠল ট্রফি। আর এই রেকর্ড গড়ল মানসী। পাইকপাড়ার মেয়ে শুধু ট্রফি জিতেনি, জিতেছেন অগণিত মানুষের হৃদয়। তাকে নিয়ে উন্মাদ পাইকপাড়ার বাসিন্দা।

ট্রফির পাশাপাশি মিলছে সুখবর। সূত্রের খবর, ইতিমধ্যে মানসীর কাছে নাকি রয়েছে বেশিকিছু প্লেব্যাকের অফার। শোনা যাচ্ছে, ইতিমধ্যে শানের সঙ্গে একটি রেকর্ড সেরে ফেলেছেন মানসী। এমনকি শোনা যাচ্ছে, বাংলা ছবিতে গানের জন্য অফার গেছে মানসীর কাছে। বলাই বাহুল্য, জয়ী হতে না হতেই মানুষীর ভাগ্য খুলে গেল।