ছোটপর্দা থেকে হারিয়ে গেছেন এরকম কয়েকজন অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মনামী ঘোষ। একসময় একাধিক ধারাবাহিকের নায়িকা ছিলেন তিনি। দর্শকদের ‘পুণ্যি পুকুর’, ‘ইরাবতী চুপকথা’ র মতো ধারাবাহিক উপহার দিয়েছে।
আজকাল মনামীকে তেমন অভিনয় না করতে দেখা গেলেও তিনি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা। ইন্ডাস্ট্রিতে মাটি শক্ত করে নিয়েছেন। মাঝেমধ্যে রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে থাকেন তিনি। তবে বহুদিন হল তার ছোটপর্দায় আনাগোনা প্রায় বন্ধ।
আচমকাই আবার তাকে পাওয়া গেল ছোটপর্দায়, তাকে দেখেই খুশি হয়েছেন অভিনেত্রী, সম্প্রতি সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের দ্বিতীয় সিজেন শুরু হয়েছে। সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। এবার ‘জুলাই ফিনালে’তে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন মনামী ঘোষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই পর্বের প্রোমো।
অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। এই শো-টা বেশ মজার। সবাই খেলতে পারবেন, একেবারেই কঠিন নয়। এতজন মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টা। সুদীপ্তাদি আমার খুব পছন্দের মানুষ। দিদি আমায় ভালোবেসে ‘বাচ্চা সিং’ বলে ডাকে। এখানে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গেও দেখা হল। সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে।’