কাঠগড়ায় ঋজু! “আমার সহ-অভিনেতা…”, বিতর্কের পর প্রথমবার অনস্ক্রিন বরকে নিয়ে মুখ খুললেন মানালি

ঋজু-মানালি

সোশ্যাল মিডিয়ায় ঋজু বিশ্বাস এর কথা ‘ইউ লুক গুড ইন শাড়ি…’ এখন রীতিমতো ভাইরাল। মেয়েরা ঋজুর বিরুদ্ধে একের পর এক ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট শেয়ার করে অভিযোগ জানাচ্ছেন অভিনেতার অশালীন আচরনের জন্য। সমালচনার মাঝেই নজর কেড়েছে ‘বউ কথা কও’ ধারাবাহিকের ঋজুর সহ-অভিনেত্রী মানালি দে’র একটি পোস্ট।

ঋজুর সঙ্গে ধারাবাহিকের কিছু দৃশ্যের ছবি শেয়ার করে তৈরি হয়েছে একঝাঁক মিম। ফলে অভিনেতাকে নিয়ে যখন জোর চর্চা, তখন মানালির বেশকিছু ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুস্কিছু। এই প্রসঙ্গে ‘এই সময় অনলাইন’কে মানালি বললেন,

‘সত্যি বলতে আমি একেবারেই নিজের কথা বলার জন্য পোস্টটা করেছি। বিষয়টা এখন মজার জায়গায় চলে গিয়েছে। কারণ, একটাই মেসেজ ও সকলকে করেছে। যেটা ও নিজে স্বীকারও করেছে। আমি এই ট্রেন্ডে গা ভাসানোয় একেবারেই বিশ্বাসী নই। তবে আমার বক্তব্য একটাই। যে করেছে তাঁকে ট্রোল করুন। আমার ছবি ব্যবহার করবেন না। আমি পোস্ট করার পরে অনেকে আবার দেখি লিখছে আপনি আপনার বন্ধুর পাশে দাঁড়ান। আরে আমার পাশেই তো দাঁড়ানো উচিত বলে মনে হচ্ছে এখন। বিনা কারণে যখন আমায় নিয়ে এত চর্চা চলছে।’

‘আমার সহ-অভিনেতা কী করেছে তার জন্য আমায় কেন এমন ঘটনার সম্মুখীন হতে হবে বলুন তো? সত্যি কথা বলতে গেলে আমাদের সকলকেই কখনও না কখনও ট্রোলের মধ্যে দিয়ে যেতে হয়। এই ঘটনায় আমায় কেন ঋজুর পাশে দাঁড়াতে বলা হচ্ছে এর উত্তর আমার জানা নেই। আমি কী ভাবে পাশে দাঁড়াতে পারি বলুন তো? মেয়েগুলোকে গিয়ে কি আমি সরি বলব?’

মানালির কথায়, ‘ঋজু তো শুধু একা আমার সঙ্গে সিরিয়াল করেনি, অনেকগুলো সিরিয়াল হয়েছে ওঁর জীবনে। আমাকেই কেন এ ভাবে টার্গেট করা হচ্ছে? একটাই বক্তব্য, আমার ছবি এ ভাবে ছড়িয়ে নিজেদের মতো করে বক্তব্য তুলে ধরা উচিত নয়। যদি আমায় নিয়ে আলাদা করে কোনও মিম বানানোর থাকে, তা হলে করতেই পারেন কোনও অসুবিধা নেই। তবে যে ঘটনার সঙ্গে আমি কোনও ভাবে যুক্ত নই, সেখানে আমার নাম জড়ানো ঠিক নয়।’