‘রক্ষে করো রঘুবীর এসব আমি বলতে চাই না’, রানী রাসমণি চরিত্রে কোনোদিনও অভিনয় করতে চান না মানালি

অভিনেত্রী মানালি দে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। আর এই ভিডিওটি পুরনো। ভিডিওতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মানালি দে’র মুখে এমন কিছু শোনা গেল যা একেবারেই গ্রহণযোগ্য নয়, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ছোটপর্দায় একাধিক কাজ করেছেন মানালি। তার অভিনীত প্রত্যেকটি ধারাবাহিক বাংলা টেলিভিশনে ভালো সাফল্য অর্জন করেছে। বর্তমানে ‘দুগ্গামনি ও বাঘ মামা’ ধারাবাহিকে অভিনয় করছেন।

ভাইরাল হওয়া মানালি পুরনো ভিডিওটি দিদি নাম্বার ওয়ান মঞ্চের। মানালিকে জিজ্ঞেস করা হয় এতবছর তিনি নানা ধরণের চরিত্রে অভিনয় করছেন তবে কোন এমন চরিত্র রয়েছে যে তিনি সেই চরিত্রে কোনোদিনও অভিনয় করতে চান না?

এই প্রশ্নের উত্তরে মানালি জানান, ‘ রক্ষে করো রঘুবীর কথাটাই আমি বলতে চাই না।’ মানালির এই উত্তর একেবারেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। অনেকের মতে রানী রাসমণিকে অপমান করছে অভিনেত্রী। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল।

আসলে পুরো বিষয়টি মজার ছলেই বলেছেন অভিনেত্রী। এরপর তিনি জানিয়েছেন, ‘এত ছেলেমেয়ে, ছেলের বউ নিয়ে আমি অভিনয় করতে পারতাম না। তাই রানী রাসমণি চরিত্রটি আমি করতে চাই না কোনদিনই।’