বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মানালি দে। যিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতেছেন বহুবার। মানালির অভিনয় দর্শক ভীষণ পছন্দ করেন।
কর্মজীবনের পাশাপাশি চুটিয়ে সংসার করছে মানালি। ২০২০ সালে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন মানালি। প্রথম বিয়ে ভাঙার চার বছরের মাথায় আবার বিয়ে করেন।
একসময় গায়ক সপ্তককে ভালোবেসেই বিয়ে করেছিলেন মানালি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। তাই দ্বিতীয়বার বিয়ে করার আগে অনেকটা সময় নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।
মানালি জানান, আমাদের দুজনেরই যেহেতু একবার সেপারেশন হয়েছে, তাই আমরা ঠিক করেছিলাম আগে দেখব দুজনে দুজনের জন্য পারফেক্ট কিনা। আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়ে, একটা বিয়ে ভাঙা আমাদের পরিবারে বিরাট ব্যাপার, দুটো সেপারেশ হওয়াটা কাম্য নয়’।
বন্ধুত্ব দূরের কথা প্রাক্তন স্বামীর সঙ্গে কোনও যোগাযোগও নেই মানালি। অভিনেত্রীর মতে, ‘যেটা ছেড়ে চলে আসি আর পিছন ফিরে তাকাই না। আমি সেইরকম মানসিকতার মেয়ে। খারাপ সম্পর্ক হয়েছে বলেই তো একসঙ্গে থাকিনি। বন্ধুত্বের কোনও সিন নেই।’ তবে অভিনেত্রী এটাও জানিয়েছেন যদিও প্রাক্তন স্বামীর সাথে ভবিষ্যতে কাজ করতে হয় তাহলে পেশাদার শিল্পী হিসাবে একসঙ্গে কাজ করতে পারেন তিনি।