নতুন প্রোজেক্টে একসাথে জুটিতে ধরা দিলেন মানালি-ধ্রুব

মানালি-ধ্রুব

অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা ধ্রুব সরকার দুজনেই ছোটপর্দার জনপ্রিয় মুখ। দুজনেই বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। নিজেদের অভিনয় দিয়ে দর্শকের মনে পাশাপাশি জায়গা দখল করে নিয়েছেন তারা।

অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিকে। তবে মানালি দে বর্তমানে কোনও ধারাবাহিক করছেন না। তাকে শেষ দেখা গিয়েছেন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।

তবে এবার পুজোর ফটোশুটের বিজ্ঞাপনে একসঙ্গে জুটি বাঁধলেন মানালি আর ধ্রুব। তাদের ফটোশুটের ছবি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। সিরিয়ালে একসঙ্গে জুটি বাঁধলে তাদের মন্দ লাগবে না এমনটাই মত ভক্তদের।