আধো আধো গলায় দাদাকে গান গেয়ে শোনাল ছোট্ট ইয়ালিনি, মেয়ের মিষ্টি ভিডিও শেয়ার করলেন মাম্মা শুভশ্রী

ইয়ালিনি

শুটিংয়ে ব্যস্ততার ফাঁকেই ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনিকে নিয়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে বেরিয়ে পড়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজের মাঝেও দুই ছেলে মেয়ে কে সময় দিতে একেবারেই ভোলেন না তারা। বরং দুই সন্তানকে নিয়ে কিভাবে তাদের সময় কেটে যায় নিজেরাই বুঝতে পারেন না।

সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ইউভান আর ইয়ালিনি বসেছে মায়ের পাশে। আর গাড়ির সামনের সিটে রাজ। গাড়িতেই দুই খুদে খুনসুটি করে চলেছে। এর মাঝেই আধো আধো ভাষায় গান ধরল খুদে ইয়ালিনি।

বোনের গান শুনেই দাদা তার মুখ চেপে ধরল। ইউভান মুখ থেকে হাত সরাতেই ফের গান শুরু ‘ফুলে ফুলে ঢলে ঢলে’। দাদা-বোনের মাঝে যে খুনসুটি লেগেই থাকে তা ভালো বোঝা যাচ্ছে ভিডিও দেখে। ভিডিওটি সামনে আসতেই, আধো আধো বুলিতে ইয়ালিনির গানের তারিফ জানিয়েছেন অনুরাগীরা।