২-এ পা রাখল ছোট ইয়ালিনি! ধুমধাম করে পার্টি নয়, হরিনাম সংকীর্তনে মেয়ের জন্মদিন পালন করলেন মাম্মা শুভশ্রী, শেয়ার করলেন ভিডিও

ইয়ালিনি

গতকাল ছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তীর কন্যা ইয়ালিনির শুভ জন্মদিন। ২ বছরে পা রাখল খুদে। সোশ্যাল মিডিয়ায় এখন থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে একরত্তি। তাই ইয়ালিনির জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।

মেয়ের জন্মদিন ধুমধাম ভাবে নয় বরং ঘরোয়া আয়োজন এবং হরিনাম সংকীর্তনে জন্মদিন পালন করেছেন রাজ-শুভশ্রী। ঘরে ইয়ালিনির কেক কাটার একটি ভিডিও শেয়ার করে নেয় তাঁর মাম্মা।

ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কাটার সময় বেশ আনন্দে রয়েছে রাজ কন্যা, নাচের তালে দুলতেও দেখা যায়। দাদার হাত ধরেই কেকে কাটে সে।

মেয়ের জন্মদিনে সন্ধ্যায় পার্টি নয়, বরং জগন্নাথ দেবের পুষ্পঅভিষেকের আয়োজন করেছিলেন দম্পতি। সেই ভিডিও সোশ্যালে শেয়ার করে নেন অভিনেত্রী। শুভশ্রী এই কাজে সকলেই প্রশংসা জানিয়েছেন। বাকি তারকারা যেখানে সন্তানের জন্মদিনে পার্টি আয়োজন করতে ব্যস্ত থাকেন সেখানে এত বড় সেলিব্রেটি হয়েও মেয়ের জন্মদিনে পূজার্চনা বেছে নিলেন।