‘রাস্তার ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়ে থাকা মেয়েদের মতো শাড়ি পরে এখনকার মেয়েরা’, নতুন প্রজন্মের নারীদের নিয়ে মমতা শংকরের বিস্ফোরক মন্তব্যে বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়

মমতা শংকর

বাংলা বিনোদন জগতের একজন গুণী শিল্পী মমতা শংকর। অভিনয় থেকে নৃত্যকলা, সবেতেই বহুবার দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। মিঠুন চক্রবর্তী থেকে বলিউডের অমিতাভ বচ্চনের সঙ্গেও সিনেমায় কাজ করেছেন।

সাজ পোশাকে বরাবরই অভিনেত্রী প্রাধান্য দিয়ে এসেছেন শাড়িকে। শাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তবে অভিনেত্রীর সাজ পোশাক নিয়ে একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে। আধুনিক নারীদের সাজ পোশাক নিয়ে মমতা শংকরের মন্তব্য বিতর্কের দানা বেঁধেছে।

সম্প্রতি আনন্দ বাজার অনলাইনের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে নতুন প্রজন্মের সাজ পোশাক নিয়ে মমতা শংকর জানিয়েছেন, “পুরনো জিনিসকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পুরনো জিনিসের একটা আভিজাত্য আছে। আজকাল মেয়েরা যে ভাবে শাড়ি পরে, তাদের আঁচল ঠিক থাকে না। ক্ষমা করবেন এটা বলছি, রাস্তার মেয়েরা ল্যাম্পপোস্টের নীচে যে ভাবে দাঁড়িয়ে থাকে সে ভাবে এখনকার মেয়েরা শাড়ি পরে। তারা তো পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য ও ভাবে শাড়ি পরে থাকেন। কিন্তু বাকি মেয়েরা বিনা কারণে সেটা কেন করছে?”

অভিনেত্রী আরও বলেন, “মেয়েরা ও ভাবে শাড়ি পরবে তার পরে ছেলেরা কিছু বললে রেগে যায়। বলবে, মেয়েদের অসম্মান করা হচ্ছে। মেয়েদের একটা শালীনতার জায়গা আছে যা দেখে ছেলেরা সম্মান করবে। আমাদের নিজেদের যদি এই মর্যাদা না থাকে তা হলে ছেলেরা সম্মান করবে কী ভাবে! আমি এর প্রতিবাদ করছি। কিন্তু সম্মান-অসম্মান তো পোশাকের উপর নির্ভর করে না? প্রথম দেখাতেই তো একটা ধারণা তৈরি হয়। আমি হয়তো খুব ভাল মেয়ে কিন্তু শাড়িটা ওই ভাবে আমি পরব কেন? নিজেকে ও ভাবে দেখাতে যাব কেন!”

অভিনেত্রীর এই মন্তব্যে এপার বাংলা থেকে ওপার বাংলার শিল্পীদের মধ্যে বিতর্ক শুরু হয়েছেন। অনেকেই অভিনেত্রীর এই মন্তব্যেকে সমর্থন জানিয়েছে তো আবার অনেকেই পোশাক নিয়ে কথা বলার জন্য অভিনেত্রীর বিপক্ষে চলে গিয়েছেন।