১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর। সেই বছরই একই সময় নিজের প্রথম বিয়ে করেছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। একসময় রব উঠেছিল ‘মৃগয়া’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্কে জড়িয়েছিলেন মমতা-মিঠুন। এমনকি শোনা যায় তাদের নাকি বিয়ের তারিখ পর্যন্ত পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাদনাতলা অবধি গড়ায়নি এই সম্পর্ক।
সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজে মুখেই একথা স্বীকার করেন মমতা শঙ্কর। শোনা যায়, মুম্বইয়ে গিয়ে মিঠুনের সঙ্গে নানা নায়িকার সম্পর্কের কথা জানতে পেরেছিলেন অভিনেত্রী। তারপরেই বিয়ের তারিখ পাকা হওয়া সত্ত্বেও বিয়ে ভেঙে দেন মমতা শঙ্কর।
এই প্রসঙ্গে প্রশ্ন উঠলে মমতা শঙ্কর জানান, ‘না না ব্যাপারটা একেবারেই সেটা নয়। এটা ঠিক সারিকা-সহ বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে মিঠুনের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। আমি মুম্বইয়ে গিয়ে জানতেও পেরেছিলাম। কিন্তু পরে মিঠুন আমায় বলেছিল কাজের অনেক সময় অনেক কিছু করতে হয়। কিন্তু সে কারণে আমাদের বিয়ে ভাঙেনি।’
মমতা শঙ্কর আরও বলেন, ‘আমাদের যখন বিয়ের তারিখ পাকা হয় তখন মিঠুনের হাতে কাজ ছিলনা। কিন্তু তারপরেই হঠাত্ একের পর এক মুম্বইয়ে ওর কাজ আসা শুরু করে। তখন ও বলেছিল সেই মুহূর্তে বিয়ে করতে পারবে না। দু’বছর অপেক্ষা করে যেতে। যেটা আমার পক্ষে সম্ভব হয়নি।’
একে অপরের সাথে সম্পর্ক না গড়লেও আজও তাদের মধ্যে বন্ধুত্বটা রয়েই গেছে। শেষ ‘প্রজাপতি’ ছবিতে মমতা শঙ্কর এবং মিঠুনকে একসঙ্গে দেখা যায়।