‘বাচ্চা বাচ্চা মেয়েদের বড়দের মতো অঙ্গভঙ্গি করে নাচ মেনে নিতে পারব না’… রিয়্যালিটি শোয়ের নাচ নিয়ে ক্ষোভপ্রকাশ মমতা শঙ্করের

মমতা শঙ্কর

বাংলার সেরা নৃত্যশিল্পীদের কথা বলতে গেলে যেই দুজনের নাম প্রথমে আসে তারা হলেন মমতা শঙ্কর এবং ডোনা গাঙ্গুলি। ডোনা গাঙ্গুলি শুধুমাত্র নৃত্যশিল্পী হলেও মমতা শঙ্কর নৃত্যশিল্পীর পাশাপাশি একজন প্রতিভাবান অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে ঠোটকাটা জবাব দেওয়ার জন্যই প্রায়শই তাকে রোষের মুখে পড়তে হয়। যদিও মানুষের সমালোচনায় তেমন পাত্তা দেয় না বরং তিনি মনে করেন যেটা ঠিক সেটাই তিনি বলবেন। অন্যায়ের সাথে কোনও আপোষ করতে রাজী নন তিনি।

মেট্রো স্টেশনে চুম্বন কান্ড, উদিত নারায়ণের চুম্বন ভিডিও তার মন্তব্যে বেশ মতবিরোধ দেখতে পাওয়া যায়। তবে এবার রিয়্যালিটি শোয়ের নাচ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা গেল তাকে।

একজন দক্ষ নৃত্যশিল্পী হওয়া সত্ত্বেও কেন তাকে টেলিভিশনের নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে দেখা যায় না? এই প্রশ্নের উত্তরে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি এই ধরনের প্রতিযোগিতায় বিশ্বাসী নই খুব একটা। আমার মনে হয়, প্রতিযোগিতা নিজের সঙ্গে নিজের। নিজেকে ছাপিয়ে যেতে হবে। এই ধরনের শো-তে বিচারক হিসেবে না থাকা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি অতিথি হিসেবে এই ধরনের শো-তে গিয়েছি। আমার দেখতে খুব ভাল লাগে। তবে এই ধরনের শোয়ের আমি অংশ হতে চাই না।’

বিচারক আসন থেকে নিজেকে দূরে রাখা নিয়ে তিনি বলেন, ‘আমি যে ভীষণ অন্যরকমভাবে বিচার করব। আমি ঠিক কথাগুলো বলব। গান থেকে শুরু করে নাচ, যাঁরা এখন টিভির পর্দায় উঠে আসছে, প্রত্যেকে ভীষণ প্রতিভাবান। তবে তাদের ও গতানুগতিক কথাগুলো আমি বলতে পারব না। যদি তার কোথাও ভুল থাকে, তার ভালর জন্য ভুলটা ধরিয়ে দেব। যদি ভাল করে, নিশ্চয়ই প্রশংসা করব। তবে এই বাচ্চা বাচ্চা মেয়েদের বড়দের মতো অঙ্গভঙ্গি করে মুখভঙ্গি করে নাচটা আমি ঠিক মেনে নিতে পারি না। বাচ্চারা বাচ্চাদের মতো থাকবে। এরা না বাচ্চা, না বড়… এরা কী বনসাই গাছ! ছোট্ট একটা গাছে ফল, ফুল হয়ে যেন ঝরে পড়ে গিয়েছে। বাচ্চাগুলোর সরলতাটাও নষ্ট হয়ে যায়। তখন তারা ভাবতে আরম্ভ করে আমি বিরাট কিছু হয়ে গিয়েছি। পাড়া থেকে শুরু করে বাড়ি, হঠাৎ তার মুখ সবাই চিনতে পারছে, সবাই বাহবা দিচ্ছে, মাথায় করে রাখছে.. কিন্তু তারপরে, এত ট্যালেন্টেড হয়েও যখন গিয়ে সে যখন নিজের জায়গাটা তৈরি করতে পারে না, তাকে অবসাদ গ্রাস করে। ভীষণ প্রভাব পড়ে ওই বাচ্চাটির ওপর। একজন অভিজ্ঞ শিল্পী হিসেবে এটা আমি কখনোই চাই না।

সূত্রঃ https://bengali . abplive . com