জন্মের ৭ দিনের মাথায় ছেলে ‘গোল্লা’র প্রথম ভিডিও শেয়ার করলেন মাম্মা মানসী সেনগুপ্ত

মানসী সেনগুপ্ত

চলতি বছরে বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকাদের ঘরে এসেছে নতুন অতিথি। যেমন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। যাকে আপনারা ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মৌমিতা হিসাবেই বেশি চেনেন।

গত ১৯ মার্চ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মানসী। দ্বিতীয় বার মা হয়েছেন অভিনেত্রী। যদিও অন্য সেলিব্রেটিদের মতো হাসপাতালেই সন্তানের ছবি শেয়ার করেননি অভিনেত্রী। তবে এক সপ্তাহ পেরতেই এবার ছেলের এক  ঝলক সোশ্যাল মিডিয়ার সামনে আনলেন অভিনেত্রী।

ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন মানসী সেনগুপ্ত। আর সেখানে দেখা যাচ্ছে তার পোষ্য টোকিয়োর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন অভিনেত্রী।  বেবিকটে হাত-পা ছুঁড়ে খেলা করছে সদ্যোজাত। তবে সন্তানের মুখ হার্ট ইমোজি দিয়ে আড়াল করে রাখেন। তবে পরিবর্তী সময়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে ডিলিট করে দেন।

মানসী সেনগুপ্ত

মানসীর ছেলের মুখ না দেখলেও তাকে এক ঝলক দেখতে পেয়ে খুশি তার ভক্তরা। ভালোবেসে ছেলেকে ‘গোল্লা’ বলেন ডাকেন মানসী। যদিও তার মেয়ে ভাইয়ের নাম রেখেছে তুতু।