আজ সপ্তমী। চারিদিকে পূজোর আনন্দে মেতে উঠেছে বাঙালি। প্যান্ডেলে প্যান্ডেলে উপছে পড়ছে ভিড়। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আশনি সংকেত এড়িয়েই উৎসবে মাতোয়ারা বাঙালি। গত বছর অতিমারির ভয়ে সেইভাবে আনন্দ করতে পারেনি। তাই এইবছর অতিমারি ভুলেই আনন্দের স্রোতে ভাসচ্ছে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি।
বনেদিয়ানায় মোড়া বাংলার সেরা দুর্গা পুজোগুলোর মধ্যে অন্যতম মল্লিক বাড়ির পূজা। গত বছরের মতো এবছরও বিধিনিষেধ মেনেই উৎসবে মেতেছেন গোটা মল্লিক বাড়ি। বাড়ির মেয়ে কোয়েল মল্লিক প্রতিবারই বাড়ির পুজোতে সাবেকি সাজগোজ করে থাকেন। বাড়ির পুজো অভিনেত্রীর কাছে আলাদাই ইমোশন।
এবারের কোয়েল মল্লিকের সাজগোজে কোনরকম ব্যাতিক্রম হয়নি। ষষ্ঠী দিন তাকে দেখা লাল পাড় সাদা শাড়িতে সাথে কপালে রয়েছে লাল টিপ। ষষ্ঠীর দিন সোশ্যাল মিডিয়া থেকেই ভার্চুয়ালি সকলের উদ্দেশ্যে শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি। সকলকেই সমস্ত রকম সাবধানতা মেনে পুজো কাটানোর পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
পুজোর কটাদিন বাড়ির সদস্য এবং আত্মীয়-স্বজনের সঙ্গে চুটিয়ে উপভোগ করেন অভিনেত্রী। পুজো মানেই তার কাছে উপোস করে অঞ্জলি দেওয়া, সন্ধ্যা আরতি এবং মন্ডপে ঘোরা,আর ঠাকুর দেখা সাথে অবশ্যই ভুরিভোজ।
View this post on Instagram