দুঃসংবাদ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় তারকা, শোকের ছায়া বিনোদন দুনিয়ায়

প্রয়াত জনপ্রিয় তারকা

২৫ শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মালায়াম জনপ্রিয় পরিচালক রাশেদ এমএইচ। ১৬ ই জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তার মৃত্যুর খবর জানান অভিনেতা বিষ্ণু উন্নিকৃষ্ণান।

ফেসবুকে পোস্টে করে লেখেন, ‘শফি স্যার চলে গেলেন। রেখে গেলেন হাসি এবং অবিস্মরণীয় গল্প যা চিরকাল লালিত হবে। শ্রদ্ধা।’

প্রয়াত জনপ্রিয় তারকা
সুত্রঃ bengali . news18 . com

শফি চলচ্চিত্র নির্মাতা রাজসেনানের অধীনে সহকারী পরিচালক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। দুই দশকের কর্মজীবনে দশটিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেন। তার পরিচালনায় মুক্তি প্রাপ্ত শেষ ছবি আনন্দম পরমানন্দম।

সুত্রঃ bengali . news18 . com