
সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললে চোখে পড়ছে জি-বাংলা’র ‘ডান্স বাংলা ডান্স’ এর একটি নৃত্য পরিবেশ নিয়ে বিতর্কের ঝড়। ছোট-বড় নৃত্য শিল্পীরা অভিযোগ এনেছে রবীন্দ্রনাথের একটি নৃত্যনাট্যে হিন্দি সিনেমার গান জুড়ে দেওয়ার ঘটনায়।
‘ডান্স বাংলা ডান্স’-এর একটি বিশেষ পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’র সঙ্গে একটি হিন্দি ছবির গান জুড়ে দেওয়া হয়। এই বিশেষ পর্বের নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। শিষ্য আনন্দের বেশে ধরা দেন অভিনেত্রী।
আর এই নৃত্য পরিবেশন ঘিরেই সৃষ্টি হয়েছে বিতর্ক। এবার সেই ঘটনা নিয়েই মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী মালবিকা সেন এবং অভিনেত্রী মানসী সিনহা।
আনন্দ বাজার অনলাইনের কাছে অভিনেত্রী মালবিকা সেন জানান, ““নতুন প্রজন্মের সঙ্গে কথা বলাই এখন আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আমরাও অনেক সময় ফিউশন নাচ করি। সারা বিশ্ব জুড়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের মননে মিশে আছেন। সেখান থেকে সরে গিয়ে এই হিন্দি গান জুড়ে দেওয়া! আমি তীব্র আপত্তি জানাচ্ছি।”
আনন্দবাজার ডট কমকে মানসী বলেন, “সব জগাখিচুড়ি হয়ে যাচ্ছে। আর বাঙালি নিজেদের ঐতিহ্য ভুলে গেলে যা হয় সেটাই হচ্ছে। অনেকেই এঁদের মধ্যে চণ্ডালিকা পড়েননি। ফিউশন করতেই পারে। কিন্তু মানেটা ভুলে গেলে কি চলে? আনন্দকে প্রেমিক হিসাবে চেয়েছিল চণ্ডালিকা, না কি মুক্তির অবলম্বন হিসাবে চেয়েছিল? সেটাই আগে জানা উচিত। শিখতে হয়। এটা দেখে যাঁরা ভাল বলছেন তাঁদের শত কোটি প্রণাম। আমি আর দেখব না এই অনুষ্ঠানটা।”