দুঃসংবাদ! নতুন ধারাবাহিকের জন্য আচমকাই বন্ধ হল জি-বাংলার আরেক মেগা ধারাবাহিক

মালাবদল

টেলি পড়ার গুঞ্জন সত্য হল। সত্যিই বন্ধ হল জি বাংলার মেগা ধারাবাহিক ‘মালাবদল’। ঘটক দিদি আর উকিল বাবু অল্প সময়ের মধ্যে টিআরপিতে জায়গা দখল করে নিয়েছিল। এই ধারাবাহিকের হাত ধরেই নায়িকার চরিত্রে সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী ঋতু পাইন।

বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা ছিল অবশেষে নিজেই মুখ খুললেন ধারাবাহিকের নায়িকা।

সোস্যাল মিডিয়ায় শুটিংয়ের কিছু দৃশ্য শেয়ার করে লেখেন, একসাথে অনেকটা পথ চলা, মান অভিমান, ঝগড়াঝাঁটি, অধিকার, ভালোবাসা সব একাকার। আজ দিতি-কাব্য এর পথচলা হলো শেষ। ঘটকদিদি দিতি আর ডিভোর্স লইয়ার কাব্য দুজনের মধ্যে মালাবদল এই কি ওদের ভাগ্য!’

মালাবদল

অভিনেত্রীর পোস্ট থেকে স্পষ্ট মালা বদল ধারাবাহিকের শুটিং শেষ। আর এই জায়গায় আসছে দিতিপ্রিয়া আর জিতুর নতুন ধারাবাহিক।