বন্ধে হচ্ছে না পুবের ময়না ধারাবাহিক। দর্শকের অনুরোধে এই ধারাবাহিকের আবার শুটিং চালু হচ্ছে। তবে নতুন ধারাবাহিকের জন্য কোনও একটি ধারাবাহিককে তো বিদায় জানাতেই হবে। তাহলে পুবের ময়নার বদলে কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে?
টিআরপি (TRP) তালিকায় ভালো ফল করতে না পারলে বাংলা টেলিভিশনে টিকে থাকা অসম্ভব। আর তাই এবার বিদায়ের পালা জি-বাংলার নতুন ধারাবাহিক ‘মালাবদল’ এর। ৪৫ মিনিট ধরে এই ধারাবাহিক টিভির পর্দায় সম্প্রচারিত হলেও তেমন আশানুরূপ ফল দিতে পারেনি। তাই কানাঘুষো শোনা যাচ্ছে এই ধারাবাহিক বন্ধ হতে চলেছে।
যদিও অফিশিয়ালি চ্যানেল কর্তৃপক্ষ থেকে কোনও খবরাখবর পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে পুবের ময়নাকে ফিরিয়ে এনে মালাবদল-কে শেষ করে দেওয়া হবে।
সুত্রঃ tollytales . com