“দেখো তোমার চাকরি না চলে যায়…”, মুখ খুললেন চিরদিনই তুমি যে আমারের ‘আর্য’ ওরফে জিতু কমল

জিতু কমল

গত সপ্তাহতেই অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জিতু কমলকে। এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। অসুস্থতা কাটিয়ে আবারও শ্যুটিং সেটে ফিরলেন সবার প্রিয় আর্য সিং রায়। আজ থেকে চিরদিনই তুমি যে আমারের শ্যুটিং শুরু করছেন জিতু।

এদিন সাত সকালে শ্যুটিংয়ে যাওয়ার পথে গাড়ির ভিতর বসে নিজের একটা ছবি শেয়ার করে জিতু ফেসবুকে লিখলেন, ‘বেঁচে থাকাকালীন মানুষকে নিয়ে সেলিব্রেট করুন। মৃত্যুর আগেই মেরে ফেলবেন না। আমি কাজ করি টাকা পাই বলে নয়। আমি কাজ করি,আমার কাজটা ভীষণ ভালো লাগে বলে।’

শুটিংএ ফিরেই আচমকা কেন এমন বললেন জিতু? আসলে পারিপার্শ্বিক পরিস্থিতিই এমনতা ভাবাচ্ছে অভিনেতাকে। গতকাল থেকেই ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়েছে। এমনি ধর্মেন্দ্রর মৃত্যুর খবরে ছেয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া। আর সেই প্রসঙ্গেই জিতুএ এমন ভাবনা।

জিতু পোস্টে আরও লেখেন, ‘ধন্যবাদ অরবিন্দদা, এসভিএফ প্রোডাকশনের তরফ থেকে একমাত্র তোমার কনসার্ন দেখে আমি অভিভূত। দেখো তোমার চাকরি আবার না চলে যায় জীতুর খবরা-খবর নেওয়ার জন্যে।’ জিতুর দ্বিতীয় লেখাটা খানিকটা তীর্যক হলেও স্পষ্ট করে কিছু বোঝা যায়নি।

গত কয়েক দিন যাবত পর্দায় আর্য সিংহ রায়কে দেখতে পাচ্ছে না দর্শক। এদিকে অপর্ণার উপর এসেছে খুনের অভিযোগ। আর্য ফিরে এসে কীভাবে অপর্ণাকে উদ্ধার করবে সেটাই এবার দেখবার পালা।