অভিনয় জগতে পা রাখতে না রাখতেই আজকাল অনেকেই বিলাসী জীবনযাপন বেছে নেন। তবে এমনটাতে মোটেই একমত নন টলিপাড়ার পরিচিত মুখ মৈত্রেয়ী মিত্র। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেত্রীর উদ্দেশ্য নয়, বরং জীবনের প্রাপ্তিটুকু নিয়েই আনন্দে থাকতে চান মৈত্রেয়ী।
একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি অনেক উল্লেখযোগ্য ছবিতেও অভিনয় করেছেন মৈত্রেয়ী। অভিনেত্রীর জীবনের সেরা অভিজ্ঞতা ‘আলো’ ছবিতে কাজ করতে পেরে।
‘দাদার কীর্তি’ ছবিটিও অভিনেত্রীর ভীষণ প্রিয়। তাই তেমন ছবিতে অভিনয় করতে চাইতেন তিনি। শুরুর দিকে তপন সিনহা, অসিত সেন দের মত বিখ্যাত মানুষদের ছবিতেও কাজ করতে চেয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি মৈত্রেয়ীর।
তবে কিছু আক্ষেপ রয়ে গেছে অভিনেত্রীর মনে। সবচেয়ে বেশি অভিমান জমে আছে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে। মৈত্রেয়ী জানিয়েছেন, একসময় ‘আলো’ ছবির কাজের রেফারেন্স দিয়ে তাঁকে ‘অন্দরমহল’ ছবির জন্য ডাকা হয়েছিল। সেই চরিত্র ছিল একেবারেই গৌণ ও আউট অফ ফোকাসে থাকা চরিত্র।
মৈত্রেয়ীর কথায়, ‘আলো’তে তার চরিত্রটা ছিল মূল চরিত্রের কাছাকাছি। তাই সেই ছবির অভিনেত্রী হিসেবে যখন তাকে ডাকা হচ্ছে, তখন চরিত্রের মানটাও তেমনই হওয়া উচিত। তাই সেক্ষেত্রে অভিনেত্রীর অপমানিত বোধ মনে হয়েছে।