‘খুব ভালো কাজ করিস… আমার ভালোবাসা’, অনস্ক্রিন বউ স্রোতস্বিনী ওরফে স্বপ্নিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মৈনাক

মৈনাক ঢোল

সার্থক এবং স্রোতস্বিনী, ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের অন্যতম প্রিয় জুটি। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রাই-অনির্বান ওরফে আরাত্রিকা এবং সুমন অভিনয় করলেও মৈনাক এবং স্বপ্নিলার জুটি ভীষণ পছন্দের দর্শকের। কিছুদিন আগেই শেষ হয়েছে এই ধারাবাহিক। পথ আলাদা হলেও সার্থক- স্রোতস্বিনীর বন্ধুত্ব সেই রয়েই গেছে।

আর সেই বন্ধুত্বের খাতিরেই স্বপ্নিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মৈনাক ঢোল। পর্দার স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মৈনাক লেখেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ রে। খুব ভালো থাকিস সুস্থ থাকিস ভালো ভালো কাজ করিস। আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় তোর সাথে আছে।’

মৈনাকের পোস্টে অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনুরাগীরা। এমনকি আবারও এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখতে চাওয়ার আর্জিও জানায় দর্শকরা।