জি-বাংলার হাত ধরে ফের আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে পর্দায়। নেপথ্য অর্গানিক স্টুডিও প্রোডাকশন। দুই নায়ক আর দুই নায়িকা-কে নিয়ে তৈরি হবে গল্প। থাকবেন সোমরাজ মাইতি এবং দুই শালিকের নন্দিনী দত্ত। এই খবর আগেই দেওয়া হয়েছে।
তবে এবার জানা যাচ্ছে সোমরাজ আর নন্দিনী বাদেও আরেক নতুন জুটিকে দর্শক পেতে চলেছেন। সদ্য জি-বাংলার পর্দায় শেষ হয়েছে মিঠিঝোরা। আর এই ধারাবাহিকের সার্থক স্যারেরে চরিত্রে অভিনয় করতেন অভিনেতা মৈনাক ঢোল। স্রোত আর মৈনাকের জুটি’র আলাদা ক্রেজ ছিল পর্দায়। তবে সেসব অতীত। এবার সার্থক ফিরছে নতুন চরিত্রে একেবারে নতুন অবতারে।
জি-বাংলার এই নতুন মেগাতে দেখা যাবে মৈনাককে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এবার মৈনাকের সঙ্গে জুটি বাঁধবেন অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়। যিনি এর আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রুপা চরিত্রে অভিনয় করেছেন। এই প্রথমবার একসঙ্গে জুটিতে দেখা মিলবে তাদের। দেখা যাক পর্দার এই নতুন জুটি দর্শকের কতটা মন জয় করে নিতে পারে।