‘কাজল নদীর জলে’ ধারাবাহিকের পর ফের বাংলা সিরিয়ালে ফিরছেন মৈনাক

অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়

বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। ওয়েব সিরিজ, বড়পর্দায়ও চুটিয়ে কাজ করেছেন।

ইচ্ছে পুতুল ধারাবাহিকে নীল চরিত্রে দারুণ জনপ্রিয়তা পান। অভিনেত্রী তিতিক্ষা দাসের বিপরীতে তার জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর তাকে দেখা যায়, জি-বাংলার ‘কাজল নদীর জলে’ ধারাবাহিকে। যদিও সেই ধারাবাহিক খুব বেশিদিন স্থায়ী হয়নি।

এবার ফের নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন মৈনাক। খুব শীঘ্রই মিঠিঝোরা ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে। তবে পজেটিভ না নেগেটিভ তা জানা যায়নি।