ফের অঘটন! ফুলকি ধারাবাহিক ছাড়লেন প্রধান সদস্য

ফুলকি ধারাবাহিক

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। বর্তমান টিআরপির তৃতীয় স্থানে রয়েছে এই মেগা ধারাবাহিক। প্রতি নিয়ত দর্শকদের নিত্য নতুন চমক দিয়ে মাতিয়ে রেখেছে। ফুলকি আর রোহিতের গল্প খ্যাতি পেতে খুব বেশি সময় নেয়নি।

তবে এই ধারাবাহিক ঘিরে একটি খারাপ খবর রয়েছে। ধারাবাহিক থেকে বিদায় নিল একটি প্রধান চরিত্র। আর দেখা যাবে না তাকে। কে সে?

অভিনেত্রী আয়েন্দ্রী রায়, যিনি ফুলকি ধারাবাহিকে ইশিতা চরিত্রে অভিনয় করছিলেন। আপাতত তাকে চিরদিনের মতো জেলে পাঠানো হয়েছে অর্থাৎ পার্ট শেষ হয়েছে এই চরিত্রে। আয়েন্দ্রী নিজেই ধারাবাহিক ছাড়ার ঘোষণা করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

ফুলকি ধারাবাহিক

শুটিঙয়ের শেষ দিনে ইশিতার ছবি শেয়ার করে আয়েন্দ্রী লেখেন, ‘ঈশিতার প্রতি আন্তরিক বার্তা…❤️আমি তোমার মধ্যে বাস করেছি মিসেস ঈশিতা রায় চৌধুরী, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে। তুমি কখনোই খারাপ ছিলে না, তুমি খারাপ ছিলে কারণ তুমি এমন একজনকে বিশ্বাস করেছিলে এবং ভালোবেসেছিলে যে শেষ পর্যন্ত তার নিজের ভালোর জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তুমি তোমার বিবাহিত জীবনে সুখী হতে পারো না কারণ তুমি এমন একজন পুরুষের সাথে থাকতে এত উচ্চাকাঙ্ক্ষী ছিলে যার উচ্চাকাঙ্ক্ষা কম। আমার অস্তিত্ব, রুটিন এবং এমনকি আমার উত্থান-পতনেরও ঈশিতার একটা অংশ আছে। বিদায় ঈশিতা! ধন্যবাদ @zeebanglaofficial, রাখি দি, সৌভিক দা, সৃজিত দা, কৃষ্ণু দা, সহেলি দি এবং ফুলকির পুরো টিম ঈশিতাকে এমন একটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য চরিত্রে পরিণত করার জন্য।’

 

View this post on Instagram

 

A post shared by Ayendri Roy (@hey_itsayendriroy)