মেয়ে কৃষভিকে মারধর পরিচারিকার, কঠোর ব্যবস্থা নিলেন কাঞ্চন-শ্রীময়ী

কাঞ্চন-শ্রীময়ী

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের ১ বছরের ছোট মেয়ে কৃষভির সাথে ঘটা অন্যায় নিয়ে সরব নেটদুনিয়া। ছোট মেয়ের সাথে এরকম ঘটনা ঘটবে কল্পনা করতে পারেনি তারা। এমনকি সেই খবর প্রকাশ্যে এনে মায়েদের সতর্ক করেন অভিনেত্রী।

কাঞ্চন-শ্রীময়ী থেকে জানা যায় তাদের পরিচারিকা তাদের অনুপস্থিতে তাদের এক বছরের মেয়েকে মারধোর করেছে। যা কোনও বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘটনার পর চুপ করে বসে থাকেনি তারা। ওই পরিচারিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন বলেই জানা যাচ্ছে।

সিটি সিনেমার সাক্ষাৎকারে মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শ্রীময়ী। ২৬ শে আগস্ট তারা জানতে পারেন পুরো বিষয়টি। শ্রীময়ী জানান, যে আয়ার কাছে তার মেয়েকে রেখে যান সেই আয়া কৃষভির কান্না থামাতে তাকে উপুড় করে শুইয়ে মারধর করেছে।

ঘটনা জানার পর সেই আয়াকে কাজ থেকে ছাড়িয়ে দেন।। শুধু তাদের দুধের শিশুকে মারধোর করেছেন তাই নয় বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ এবং কাঁসার বাসনও চুরি করেছে বলে জানান কাঞ্চন স্ত্রী।

শ্রীময়ী বলেন, ‘শুধু আমার সন্তান বলে বলছি না, যে সমস্ত বাবা-মায়েররা সন্তানকে আয়ার কাছে রেখে কাজে যান তাঁদের প্রত্যেককে সতর্ক হতে হবে। আয়া সেন্টারের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে শ্রীময়ী বলেন, আয়া সেন্টারগুলিকে আরও বেশি সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও জানান, ‘শুধু ছোট ছোট শিশু নয়, বৃদ্ধ বৃদ্ধাদেরও একই রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নেতা বা অভিনেতা নয়, একজন মানুষ হিসাবে যে একটি ছোট্ট বাচ্চাকে যে আঘাত করতে পারে সে ভবিষ্যতে একজন দাগি আসামি প্রমাণিত হতে পারে। এই সমস্যা শুধু আমার একার নয়, অনেকেই আছেন যারা আমাকে বলেন, আয়ার ভরসায় তারা তাদের বাড়ির লোককে রেখে যেতে পারছেন না।’

ইতিমধ্যেই কাঞ্চন ও শ্রীময়ী পুলিশের দ্বারস্থ হয়েছেন। আয়া সেন্টারগুলোর কাছে অভিনেত্রীর অনুরোধ, আপনাদের আগে দেখতে হবে আপনারা যাকে কারও বাড়ি পাঠাচ্ছেন তাঁরা কেমন। কারও আধার কার্ডের ঠিক নেই তো কারও স্বামীর নাম ঠিক নেই আধার কার্ডে। কারও চর্মরোগ রয়েছে তো কারও আবার মাথায় উকুন। টাকা নেওয়ার পরেও যদি আপনারা এগুলি না দেখেন তাহলে কিছু বলার নেই।’

 

View this post on Instagram

 

A post shared by SITI CINEMA (@siticinema)