২১ শে পা দিল মহুল! ‘বড্ড বাধ্য মেয়ে…তোকে বলা হয়নি’, মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ রূপঙ্কর

রূপঙ্কর বাগচী

আজ গায়ক রূপঙ্কর বাগচীর কন্যা মহুলের জন্মদিন। ২১ শে পা দিল মহুল। মেয়ের জন্মদিন দিনে সামাজিক পাতায় মেয়ের ছবি ভাগ করে গায়ক লিখলেন, “তোকে বলা হয়নি,গতকাল ভগবানের সঙ্গে মিটিং ছিল,সেখানে ঠিক হয়েছে পরের জন্ম তে আমি তোর ছেলে হবো। হ্যাপী জম্মদিন আমার সোনা মা।”

এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রূপঙ্কর জানান, ‘মানুষ হিসেবে ও খুব ভালো। সোনার মতো মন ওর। আমার ভালোর জন্যই মাঝেমধ্যে শাসনও করে। তাই এখন ও মেয়ে কম আমার মা বেশি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। বড্ড বাধ্য মেয়ে। আমরা যা বলেছি সেটাই সারাজীবন মেনে এসেছে। তবে ও কষ্ট পাবে বেশি। অত্যন্ত আবেগপ্রবণ তো। সবকিছুতে কিন্তু নিজের তরফে একশো শতাংশ দেয়। আমরাও সবসময় বোঝাই ইমোশনাল হলে অনেক দুঃখ পাবি। স্কুল, কলেজের বন্ধুদের থেকেও অনেক সময়ে কষ্ট পেয়েছে। আসলে ওকে তো ভুল বোঝে সকলে।’

ঘরোয়া ভাবেই মেয়ের জন্মদিন পালন করেছেন রূপঙ্কর। কারণ গায়কের মতে, ‘সারাবছর অনলাইনে কেনাকাটা করেন কন্যা। তাই ও যেটা ভালোবাসে সেটাই করা হচ্ছে। রাত বারোটায় কেক কাটার পাশাপাশি দুপুরে জমিয়ে ওর পছন্দের খাবারের আয়োজনও করা হবে। মটন, চিকেন আর বিরিয়ানি ওর ফেভারিট। আশাকরি ও খুশি হবে।’