অঙ্কুশের সাথে চুপিসারে বিয়ে সারলেন ‘ফাগুন বউ’ খ্যাত ‘মহুল’ ঐন্দ্রিলা সেন

 ঐন্দ্রিলা সেন

অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের ১৩ বছর প্রেম কি এবার পরিণতি পেল? আপাতত তাদের নতুন ছবি দেখে এমনটাই চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে। অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে বিয়ের সাজে দেখে রীতিমতো চমকে গেছেন সকলে।

কিছুদিন আগে তারা বিয়ের সুখবর জানান, এমনকি শেয়ার করেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের সাজেই নাকি তারা সাজবেন। অঙ্কুশের শেয়ার করা ভিডিওতে দেখা যায় বিয়ের জন্য কেনাকাটা চলেছে। যদিও অনেকেই ভেবেছিলেন এটা নিছক কোনও ছবির প্রচার।

তবে ঐন্দ্রিলা আর অঙ্কুশের নতুন ছবি দেখে প্রথমে সত্যিই চমকে গিয়েছিলেন সকলে। ঐন্দ্রিলার পরনে লালা বেনারসি, মাথায় সিঁদুর রাঙা। অন্যদিকে ধুতি-পাঞ্জাবী পরে বর বেশে অঙ্কুশ। ছবি দেখে সকলেই ভেবে নিয়েছিলেন সত্যি তারা বিয়েটা সেরে ফেলেছেন।

তবে জানা যাচ্ছে, ঐন্দ্রিলা আর অঙ্কুশের এই বিয়ের লুক নিছক প্রচারের জন্যই। ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রোমোশনের জন্যই তারা বিয়ের সাজে সেজেছে।