সম্প্রতি মহাত্মা গান্ধিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুভঙ্কর মিশ্রের পডকাস্টে এই বাঙালি গায়ক আরডি বর্মণের সাথে মহাত্মা গান্ধীর তুলনা করেন।
অভিজিৎ ভট্টাচার্য বলেন, “আরডি বর্মণ মহাত্মা গান্ধীর চেয়েও মহান ব্যক্তিত্ব ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক ছিলেন, তেমনি পঞ্চম দা ছিলেন সঙ্গীত জগতে জাতির জনক।’ এখানেই শেষ নয়, এই পডকাস্টে মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জাতির জনক বলে নেটিজেনদের রোষের মুখে পড়েন গায়ক।
অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা ছিলেন, ভারতের জন্য নয়। গান্ধীকে ভুল করে ভারতের ‘জাতির জনক’ বলা হয়েছে। তাঁর জন্যই পাকিস্তান তৈরি হয়েছে। পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়।’ গায়কের এই মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেন। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লেখনে, “আপনি ঠিক করার কে গান্ধীজী ভারত না পাকিস্তানের জাতির জনক?”