‘মহারাজাদাও খুব নাচেন ভাসান ডান্স’, স্বামীর সিক্রেট ফাঁস করলেন স্ত্রী ডোনা

স্ত্রী ডোনা

সম্প্রতি স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’ মঞ্চে এসেছিলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী। সেই পর্ব টিভির পর্দায় টেলিকাস্ট হবে ২২ ও ২৩শে অক্টোবর। এই মঞ্চেও তার অসাধারণ নাচের সাক্ষী থাকবেন দর্শক।

তবে এই মঞ্চে এসে সৌরভ গাঙ্গুলীর একটি সিক্রেট ফাঁস করেন ডোনা। সদ্য সেই ভিডিও স্টার অফিশিয়াল পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ‘ভাসান বাপি’ রোহানের সঙ্গে কথোপকথনের সময় সৌরভ গাঙ্গুলীর কথা ওঠে।

‘ভাসান বাপি’কে ডোনা গাঙ্গুলী জানায়, “মহারাজাদাও খুব নাচেন ভাসান ডান্স, যখন খুশি তখন নাচতে শুরু করে দেন তিনি’। এই কথা শুনে হেসে ওঠেন  বাকিরা। এমনকি এদিন রুক্মিণীদের সঙ্গে ভাসান ডান্সে পা মেলাবেন সৌরভ পত্নী।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here