‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এন্ট্রি হয়েছে এক নতুন ভিলেনের। বলা হচ্ছে, তিনি নাকি আর্যের বান্ধবী, তেলেগু ট্র্যাক অনুযায়ী, তিনি কলেজে আর্যের বান্ধবী যিনি আর্যকে ভালোবাসতেন কিন্তু আর্য পছন্দ করতেন রাজনন্দিনীকে।
সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে বর্তমান ট্র্যাকে দেখানো হয় এক অচেনা নারী কিডন্যাপ করে নিয়ে যায় অপর্ণাকে। যদিও তার মুখ এখনো প্রকাশ হয়নি। কে এই নারী? এই নিয়ে কৌতূহল শুরু দর্শকদের মধ্যে।
ধারাবাহিকের প্রোমোতে এক ঝলক তার চোখ ফুটে উঠেছে। আর সেই অনুযায়ী, দর্শকের ধারণা আর্যের এই প্রাক্তন বান্ধবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাফিন চক্রবর্তীকে। এই নিয়ে বেশ গুঞ্জন চলছে টলি পাড়ায়। সত্যিই কি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ভিলেন চরিত্রে দেখা যাবে মাফিনকে? অবশেষে আনন্দ বাজার অনলাইনের কাছে নিজেই সত্যি ফাঁস করলেন অভিনেত্রী।
আনন্দবাজার ডট কমের কাছে এই বিষয়ে মাফিন জানিয়েছেন, “ভুল খবর ছড়িয়েছে। তিনি কোনও ভাবেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত নন।” অর্থাৎ মাফিন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করছেন না।
তাহলে আর্য আর অপর্ণার জীবনে এই তৃতীয় ব্যক্তি কে? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।