দুঃসংবাদ! ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিক থেকে বাদ দেওয়া হল প্রধান চরিত্রকে

রাঙামতি তীরন্দাজ

অসুস্থ অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। গত পাঁচ দিন যাবৎ হাসপাতালে ভর্তি তিনি। বর্তমানে ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে ভিলেন চরিত্রে দেখা যাচ্ছে তাকে।তবে এই ধারাবাহিক থেকে বাদ পড়তে চলেছেন তিনি।

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন। তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাধ্য হয়েই শুটিং বন্ধ করতে হয়। পাঁচদিন পেরিয়ে গেছে অসুস্থতার কারণে শুটিং সেটে ফিরতে পারছেন না। এদিকে এই মেগা ধারাবাহিকে ‘বৃন্দা’ চরিত্রটি প্রধান ভিলেন চরিত্র তাই সমস্যায় পড়তে হচ্ছে নির্মাতাদের।

শোনা যাচ্ছে, বাধ্য হয়েই নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এই চরিত্রে নতুন মুখ আনবেন মাধুরিমার পরিবর্তে। অর্থাৎ ‘রাঙামতি তিরন্দাজ’  ধারাবাহিক থেকে বাদ পড়ছেন মাধুরিমা। এই প্রসঙ্গেই আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রী জানান, ‘খন আগের থেকে অনেকটাই ভাল আছি। কিন্তু রক্তক্ষরণের জন্য খুবই দুর্বল। চিকিৎসকেরা জানিয়েছেন হয়তো আরও কয়েক দিন আমাকে হাসপাতালেই থাকতে হবে। ছু করার নেই। আমি আমার তরফে প্রযোজককে জানিয়ে দিয়েছি। আমার জায়গায় নতুন কে আসবেন, তা এখনও জানি না’।

রাঙামতি তীরন্দাজ

শরীর খারাপের জন্য মেগা থেকে সরে যেতে হবে তা মেনে নিতে পারছেন না মাধুরিমা। তিনি বলেন, ‘খুবই খারাপ লাগছে। আসলে অভিনেতারা তো এক একটা চরিত্র তৈরি করেন, লালন করেন। আমার পরিবর্তে যিনি আসবেন, তিনি কেমন করবেন এই সব চিন্তাগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে’।