গুরুতর অসুস্থ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী। যিনি ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও ‘মিত্তির বাড়ি’র শুটিং শেষ করেছেন তিনি। তবে আচমকাই হাসপাতালে ভর্তি হলেন তিনি।
আনন্দ বাজার সুত্রের খবর অনুযায়ী, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মধুরিমা চক্রবর্তী। স্যালাইন চলছে। খুব দুর্বল। বেশকিছু ছবি হাসপাতাল থেকে শেয়ার করেছেন অভিনেত্রী।
অভিনেত্রীর চিকিৎসক প্রসূন মিত্র জানিয়েছেন, “অভিনেত্রীর শরীরের যা অবস্থা, তাতে এখন স্যালাইন চলবে। হাসপাতাল থেকে এখনই ছুটি পাওয়ার প্রশ্ন নেই।”
শোনা যায়, শুধু পেটের সংক্রমই নয় হৃদ্যন্ত্রের সমস্যাতেও ভুগছেন। হাসপাতালে ভর্তির সময় শ্বাসকষ্ট, বুকে ব্যথাতেও কষ্ট পেয়েছিলেন। আপাতত শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না হলে অভিনেত্রীকে ছুটি দেওয়া হবে না।