ছোটপর্দার গন্ডি পেরিয়ে এবার নতুন জার্নিতে মধুপ্রিয়া চৌধুরী

মধুপ্রিয়া চৌধুরী

এক মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিক। ধারাবাহিকটি সেভাবে দর্শকমহলে সাড়া ফেলতে না পারলেও তিতলি হিসাবে অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীকে হয়ত অনেকেরই মনে আছে। এক বছরের মাথাতেই শেষ হয়ে যায় ধারাবাহিক। তবে এখানেই শেষ নয় ‘সাহেবের চিঠি’, ‘গ্রামের রানী বীণাপাণি’ র মত একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

তিতলি ধারাবাহিকের পরে বেশকিছুদিন পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। সেইসময় ওজন বেড়ে যাওয়ায় মোটা  চেহারার কারণ বশত শুনতে হয়েছে নানা কটাক্ষ। তবুও হাল ছারেননি অভিনেত্রী।

একসময় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেই পথচলা শুরু হলেও মাঝে সাইড রোলেও অভিনয় করতে দেখা যায় মধুপ্রিয়াকে। তবে তাতেও এতটুকু জনপ্রিয়তা কমেনি অভিনেত্রীর। মধুপ্রিয়াকে শেষ দেখা গিয়েছিল ‘তোমাদের রাণী’ ধারাবাহিকে।

এবার আরও এক সুখবর। ছোটপর্দার গন্ডি পেরিয়ে এবার বড়পর্দায় অভিনেত্রী। এখন প্রশ্ন কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। জানা যাচ্ছে, পরিচালক রাজ চক্রবর্তীর আসন্ন ছবি ‘আবার প্রলয় ২’ তে এক গুরুত্বপুর্ণ ভুমিকায় দেখা যাবে মধুপ্রিয়াকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই সুখবর।