এবার ছবিতে জুটি বাঁধতে চলেছে ছোট পর্দার দুই জনপ্রিয় পরিচিত মুখ মধুমিতা সরকার এবং বিক্রম চট্টোপাধ্যায়। ছবির নাম ‘কুলের আচার’। পরিচালক সুদীপ দাস। বিক্রমের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাণী হালদার ও নীল মুখোপাধ্যায়।
‘কুলের আচার’ ছবির বিষয়বস্তু হল ‘হোয়াটস ইন এ সারনেম?’ ছবিতে নায়িকা মিঠির চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং প্রীতমের চরিত্রে অভিনয় করবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। মিঠি আর প্রীতমের প্রেমের গল্প বলবে এই ছবি।
বিয়ের পর নিজের পদবি পালটাতে রাজী নয় মিঠি। কিন্তু এই নিয়ে সমস্যা রয়েছে শ্বশুর-শাশুড়ির। তবে প্রীতম একদম খোলা মনের এবং প্রচণ্ড সাপোর্টিভ হাজব্যান্ড। পদবি নিয়ে সমাজের সামনে জটিলতা তৈরি হবে। সারনেম নিয়ে গণ্ডোগোলের জেরে হানিমুনে গিয়ে মুশকিলে পড়বে মিঠি আর প্রীতম, কারণ বর আর বউয়ের পদবি আলাদা কী করে হয়? বাধ্য হয়ে মাঝপথেই বাড়ি ফিরবে তাঁরা।
ছবিতে মিঠি-প্রীতমের দাম্পত্য জীবনের মজার এবং জটিল জার্নি নিয়েই গল্প এগাবে। পরিচালক সুদীপ দাস জানালেন, “গল্পের নায়িকা বিয়ের আগেকার পদবিটাই ধরে রাখতে চাইলে সমাজে নান প্রশ্নের সম্মুখীন হতে হয়। কেন শুধু মেয়েরাই নিজেদের পদবি পালটাবে? কেন বিয়ের পর তাঁর পরিচয়টা বদলে যাবে? এই নিয়েই কুলের আচার’।
এই ছবিতেই প্রথমবার জুটিতে দেখা যাবে বিক্রম-মধুমিতাকে। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ফ্লোরে যাচ্ছে এসভিএফ-এর প্রযোজনায় তৈরি এই ছবি।
সূত্রঃ bangla . hindustantimes.com/entertainment/whats-in-a-surname-vikarm-chatterjee-and-madhumita-sircar-s-kuler-achaar-is-all-about-that-31640320092751.html