কুসুম দোলা ধারাবাহিকের বহু বছর পর আবার পর্দায় কামব্যাক অভিনেত্রী মধুমিতা সরকারের। বড়পর্দা ছেড়ে আবারও ছোটপর্দায় মন অভিনেত্রীর। বেশ কিছু আগেই খবর সামনে এসেছিলেন। তার বিপরীতে নায়ক হিসাবে দেখা মিলবে অভিনেতা নীল ভট্টাচার্যের।
অবশেষে মধুমিতার নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেল স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের নাম ‘ভোলে বাবা পার করে গা’। মাত্র ৩০ সেকেন্ডের প্রোমপ প্রকাশ পেয়েছে।
প্রোমোতে দেখা যাচ্ছে, আগের ধারাবাহিকের মতো শান্তশিষ্ট মেয়ে নয়, বরং প্রাণবন্ত, চঞ্চল রকস্টার রুপে মধুমিতা। যিনি ব্রান্ডের হয়ে গান গায়। ধারাবাহিকের প্রোমোতে মধুমিতাকে এরকম রুপে দেখে অবাক হয়েছেন দর্শকেরা। তবে তার ফেরার খবরে খুশি সকলে।